1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীমঙ্গলের ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ


সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, চিফ রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাগছড়া চা বাগানে ছড়ার পানিতে গোসল করতে গিয়ে এক নারী (৬০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় শ্রীমঙ্গল থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে মিন্টু কর (২০) ও পলাশ কর (২২) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
শ্রীমঙ্গল পুর্ব নোয়াগাঁও আমাদের দৈনিক জনতা প্রতিনিধি সরজমিনে গেলে স্থানীয় ও ভিকটিমের ছেলে জানান ওই নারী গতকাল রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা একই উপজেলার নওয়াগাঁও গ্রামের আদর কর এর ছেলে মিটু কর ও একই এলাকার পরেশ কর এর ছেলে পলাশ কর ব্রীজের নিচে নিয়ে ওই নারীকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ধর্ষিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet