1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২


রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর
অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর উদ্যোগে ৩০ ডিসেম্বর শুক্রবার রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানী খান রবি’র সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান আবু বক্কর শাওন এর পরিচালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)
মুহম্মদ আবদুল ওয়াহাব।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, সৈয়দ আলাল আহমদ অভি, মোহাম্মদ সুমন আহমদ সুমন,শহিদুল ইসলাম রনি। উপস্থিত ছিলেনঃ- ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সাবেক সভাপতি রোটারিয়ান এইচ আজাদ শিপন, সাবেক সভাপতি রোটারিয়ান রাহাত তরপদার, সহ সভাপতি রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান
আরশ আলী গণি (চেয়ারম্যান), প্রেসিডেন্ট (২০২৩-২০২৪) রোটারিয়ান আবু বক্কর শাওন, সেক্রেটারী (২০২৩-২০২৪) রোটারিয়ান রেজাউল ইসলাম, রোটারিয়ান মাজহারুল ইসলাম শাকিল, রোটারিয়ান মুমেন কুমার দে, রোটারিয়ান শাহ
আলম, রোটারিয়ান মাসনুন আকিব।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet