1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৩:২১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২


 

বিজয় দিবস উপলক্ষ্যে এজি ফাউন্ডেশনের

আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে এজি ফাউন্ডেশনের উদ্যোগে (২৩) ডিসেম্বর শুক্রবার বিকালে সিসিকের নবগঠিত ৩০ নংওয়ার্ডের অর্ন্তগত দক্ষিণ সুরমার চান্দাইে এজি ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দলিল লেখক আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন দলিল লেখক সমিতি দক্ষিণ সুরমা শাখার সাধারন সম্পাদক মুক্তাদির আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলিল লেখক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের কোষাধ্যক্ষ শরীফ আহমদ,সদস্য বশর আহমদ,এজি ফাউন্ডেশনের সদস্য রুপল মাহমুদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এজি ফাউন্ডেশনের সদস্য আব্দুস সালাম সমাজসেবক আমিন আহমদ, ছুবা মিয়া,পাতান মিয়া,মিয়া,অন্তত দাশ প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাসুম আহমদ।

দোয়া পরিচালনা করেন এজি ফাউন্ডেশনের সদস্য হাফিজ আব্দুর রব।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet