1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৭ জুন, ২০২১

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কফিল আহমদ চৌধুরী


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট-০৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব কফিল আহমদ চৌধুরী।

সোমবার ( ৭ জুন ) মনোনয়ন সংগ্রহের চতুর্থ দিনে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলহাজ্ব কফিল আহমদ চৌধুরী

নিউজ পয়েন্ট সিলেটের সাথে আলাপকালে আলহাজ্ব কফিল আহমদ চৌধুরী জানান, আমি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ও ২০০৮ সালে দলীয় নমিনেশন চেয়ে আসছিলাম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি সিলেট ৩ আসনে প্রার্থী হওয়ার জন্য জনগণ আমাকে অনুরোধ করেছিলো। কিন্তু আমাদের প্রয়াত নেতা মাহমুদ উস সামাদ চৌধুররী প্রতি সম্মান প্রদর্শন করে আমি প্রার্থী হই নাই। সময় যেহেতু এসেছে, তাই আমি জনগণ কে সম্মান দেখাতে প্রার্থী হতে চাই।

উল্লেখ্য, আওয়ামী পরিবারের সদস্য কফিল আহমদ চৌধুরীর রাজনৈতিক হাতেখড়ি তার পরিবার থেকেই। ভাষা সৈনিক বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্টাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি, তৎকালীন সিলেট জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকদের অন্যতম মরহুম নজির আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান আলহাজ্ব কফিল আহমদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বৃহত্তর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চার বারের সাবেক সেক্রেটারি, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক চার ট্রাম সভাপতি, চর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দশ ট্রাম সভাপতি ছিলেন। তিনি ১৯৭৫ সালের পর যে কয়জন নেতা রাজপথে বিশেষ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম বার বার কারাবরণকারি নেতা।

তিনি, দক্ষিণ সুরমা , বালাগন্জ ও ফেঞ্চুগঞ্জ তথা সিলেট-৩ নির্বাচনি এলাকায় উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জনকল্যাণে নিবেদিতপ্রাণ একজন পরিক্ষীত , ত্যাগী, নির্ভরযোগ্য , বিশ্বস্হ , দায়িত্ববান , প্রতিশ্রুতিশীল, অভিজ্ঞ ,কঠোর পরিশ্রমী সংগঠক ও কর্মীবান্ধব হয়ে সকলের পাশে থাকার প্রত্যাশাকে যথার্থই মনে করে সকলের সমর্থন, ও দোয়া কামনা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet