1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সিলেটে’র পুড়াবাড়িতে গঠিত হয় মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কমিটি


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট নগরীর পুড়াবাড়িতে বাগান সংলগ্ন টিলাতে হিন্দু ধর্মালম্বীদের শিব, পার্বতী ও গনেশ শিলাপাথর প্রকাশ পায়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে প্রচুর দর্শনার্থী ও পূজারীবৃন্দ উক্ত শিলা পাথর মূর্তি দর্শন করতে আসেন।

সর্বশেষ শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় ব্যাক্তিবর্গ ও বাগান পঞ্চায়েতের সমন্বয়ে মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।কমিটিতে সর্বসম্মতিক্রমে পঞ্চু বাড়াইককে সভাপতি ও আনন্দ সমাদ্দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাপস বিশ্বাস, অনিল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি শর্মা (শিলু), মিন্টু গন্জু, কোষাধ্যক্ষ পিন্টুউরাং, সহ-কোষাধ্যক্ষ সজল উরাং, শরৎ উরাং, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকাশ উরাং, গোপাল উরাং,শ্রীবাস সেন গুপ্ত। 

উপদেষ্টা কমিটিতে রয়েছেন ফটিক চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, জিতেন সবর, বিক্রম গোয়ালা, জয় মাহত্বকুর্মী, রজত চক্রবর্তী, লিটন দেব,গৌরাঙ্গ উরাং, দুলাল বাউরি, সত্যজিৎ চক্রবর্তী সজিব, রতীন্দ্র লাল দাশ ভক্ত, রাজু গোয়ালা ও শশাঙ্ক দেবনাথ।

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা/৫১

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet