1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

শিরোনাম: অনুস্যূত বাঁধন, সৃষ্টিতে: সুলতানা রাজিয়া আছমা


সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি সুলতানা রাজিয়া আছমা’র কবিতা⤵️
শিরোনাম:#অনুস্যূত বাঁধন #
সৃষ্টিতে :সুলতানা রাজিয়া আছমা
————————————————–

আজ কেন জানি মনটা বড্ড উন্মুখ,
বারবার পড়ছে মনে কানাইর প্রীতিপ্রদ মুখ!
কতদিন দেখি না ওহে প্রাণপতি প্রাণেশ্বর ,
দর্শিতে তব মুখ চিত্ত হচ্ছে যন্ত্রণায় কাতর ।

প্রশান্ত বাতাসে জাগিছে গুলেনার বন ,
তোমারই বিরহে আকুলিত হচ্ছে মন ।
তুমি বিহনে সাজিয়াছি বিহঙ্গিনী ,
গুমরে গুমরে কাঁদি শুধু ডাকিয়া রব্বানি ।

এই জনমের সব সুখ সঁপিয়াছি তোমার তরে ,
তুমি ছাড়া প্রিয় ভালো থাকি কেমন করে !
আমি ও আমার এই বিজনে-সঞ্চিত প্রেম সজনে ,
বিতরণ করিতে বাহির হবো আপনমনে ;
ওহে প্রাণের কানাই তোমারই চরণে ।

মোর হস্ত দু’খানি লাক্ষারসে-চিত্রিত করেছিলে হরষে ,
চিত্ত সেদিন সিক্ত হয়েছিল -তোমারই প্রণয়ের পরশে ।

অনুস্যূত বাঁধনে বেঁধেছি প্রিয় তোমায় ,
এই বাঁধন ছিন্ন করে একা করো না আমায় ।
যেদিন এই প্রণয়ের লয় ভঙ্গ করিবে ,
সেদিনই আমাদের ব্যাপারটি নিরস হইবে ।

খুব জানতে ইচ্ছে হয় প্রিয়তম,
তুমি কি ভালো থাক আমি বিহনে?
যন্ত্রণার বিষে নীল হওনা নীল বর্ণে!
আমারই মোহে আবিষ্ট হয়ে করতে চাওনা আলিঙ্গন ?
তোমার বিরহ আমার চিত্তে করে যে অনুরণন !

***************সমাপ্ত ********************
রচনাকাল :২৭,০১,২০২১ইং
জন্মস্থান :সুনামগঞ্জ পৌরসভা
বর্তমান ঠিকানা :সিলেট
বাংলাদেশ ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet