1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ জুলাই, ২০২১

ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে র‍্যাবের হাতে সিলেটে’র ৭ জন গ্রেফতার


মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে সিলেটে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সামেন মজুমদার।

গ্রেফতারকৃতরা হচ্ছে নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের উপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে, যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet