1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

পন্নগ্রামে “গীতা শিক্ষা স্কুল” প্রতিষ্ঠা ও উদ্ভোধন


নিউজপয়েন্ট সিলেট, গোয়াইঘাট প্রতিনিধিঃ- গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পন্নগ্রামে (সুলতানপুর) একটি “গীতা শিক্ষা স্কুল” প্রতিষ্ঠা করা হয়।

 

যার তত্ত্বাবধানে রয়েছে ” ১নং রুস্তমপুর ইউনিয়ন সনাতন যুব পরিষদ “এবং পৃষ্ঠপোষকতায় রয়েছেন উক্ত সংগঠনের সিনিয়র উপদেষ্টা ফ্রান্স প্রবাসী “বাবুল বিশ্বাস”।

 

উক্ত অনুষ্ঠানের শুরুতে ১নং রুস্তমপুর ইউনিয়ন সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক- হৃদয় চন্দ মান্না’র সঞ্চালনায়-

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পন্নগ্রামের পঞ্চায়েত প্রধান শ্রী নগেদ্র চন্দ্র দাস।যোগাযোগ সম্পাদক শিপু বিশ্বাসের গীতাপাঠের মাধ্যমে, অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিষদের কার্যকরী উপদেষ্টা- কাজল রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পন্নগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নব প্রতিষ্টিত গীতা শিক্ষা স্কুলের শিক্ষক “মাষ্টার মনোরঞ্জন দাস, বিশেষ অতিথি -১নং রুস্তমপুর ইউনিয়ন সনাতন যুব পরিষদের সভাপতি-নেপাল দাস রাজ, সিনিয়র সহ-সভাপতি- হৃদয় দাস শিতিল, পন্নগ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান- নিপেদ্র চন্দ্র দাস।

 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সাংগঠনিক সম্পাদক-অজয় রায় চাঁন, দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, কাজল রায়, নেপাল দাস রাজ, মনোরঞ্জন দাস, হৃদয় চন্দ মান্না, কোষাধ্যক্ষ-রনি, কোষাধ্যক্ষ- হীরন, গোরাগ্রাম সনাতনী যুব সংঘ, সৌরভ দাস, প্রচার সম্পাদক নয়ন রঞ্জন পাল, রুবেল বিশ্বাস, কার্তিক বিশ্বাস,ধর্ম সম্পাদক-লিটন কৃষ্ণ দাস,সুজিত বিশ্বাস, বিকাশ বিশ্বাস ও আরও অনেকে।

 

বক্তব্য শেষে শিক্ষার্থীর মাঝে মহামূল্যবান ধর্মগ্রন্থ গীতা,খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের পর মহাপ্রসাদ ভোজন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গীতা শিক্ষা স্কুল দাতা-বাবুল বিশ্বাস
বিশেষ কৃতজ্ঞতা -পন্নগ্রাম (সুলতানপুর গ্রামবাসী)

এছাড়াও অনুষ্ঠানটি মিডিয়া প্রকাশনায় ছিলেন, সৌরভ,রনি,শিপু,হীরন,অজয়,বিধান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet