1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২১ মে, ২০২১

আকাশে ভেঙে পড়ল ভারতীয় মিগ-২১ , তরুণ পাইলটের মৃত্যু!


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় মিগ-২১ বিমান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে ভারতের এই বিশেষ যুদ্ধবিমান বিপর্যয়ের মুখে পড়ে ভূপাতিত হয়েছে।

এবার নতুন করে সেসব ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। আবারও ঝরল তরুণ পাইলটের প্রাণ।

শুক্রবার (২১ মে) ভোরবেলা পাঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ে মিগ-২১ বিমানটি। মারা গেছেন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে বিমানবাহিনীর (IAF) পক্ষ থেকে। নিহত পাইলটের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিমানবাহিনী। পাশাপাশি, মিগ-২১ যুদ্ধবিমানের এই ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet