1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ঢাকা প্রিমিয়ার লীগে খেলতে প্রস্তুত নেওয়া ৭ ক্রিকেটারের করোনা শনাক্ত


আগামী ৩১ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ক্রিকেট লিগ শুরুর আগে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ‌্যে সাত ক্রিকেটারসহ নয় জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের একটি এ তথ‌্য নিশ্চিত করেছে।

আক্রান্ত ৭ ক্রিকেটার হলেন, নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক), অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক) পিনাক ঘোষ ( লিজেন্ড অব রুপগঞ্জ) রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর) তৌকির খান ( প্রাইম দোলেশ্বর) শাহীন আলম (আবাহনী লিমিটেড) আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান, নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন)।

বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, যথা সময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান। করোনায় আক্রান্তদের আবারও পরীক্ষা করা হবে।

বুধবার (২৬ মে) থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা চলছে। এক দিনের বিরতিতে শুক্রবার দ্বিতীয় টেস্ট হবে ক্রিকেটারদের।

১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্লাবগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে ঈদের পর পরই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আবার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet