
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৪ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসহযোগী সংগঠন হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা কমিটি গঠণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময় তালতলাস্থ হিন্দু মহাজোট সিলেট জেলা অফিসে সিলেট জেলা ছাত্র মহাজোটের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু ছাত্র মহাজোট এর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি এড. মিলন ভট্টাচার্য, সিলেট জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজিব দাশ, সিলেট জেলা হিন্দু মহাজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত রুপন গোস্বামী, হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সমন্বয়কারী অপু চক্রবর্তী, দক্ষিণ সুরমা উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রিতম পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্র মহাজোট নেতাকর্মীরা যথাক্রমে মিশু দাস,জনি শর্মা,শ্রীবাস চক্রবর্তী,সবুজ বিশ্বাস, রিমু বিশ্বাস, আমিত মালাকার,কমল দেবনাথ,কাজল দেবনাথ, অংশুমান দেব আকাশ,সত্যেন্দ্র দাস,রোহিত পাল,সৈকত দেব,প্রসেনজিৎ বিশ্বাস, সরোজ দাস,কালাচান কর্মকার,প্রান্ত,অনুপম বিশ্বাস, রাজু,টিপু দাস,বিশ্বজিৎ শর্মা,বিধু মল্লিক,উত্তম মল্লিক, প্রমুখ
অনুষ্ঠিত সভায় সবার মতামত নিয়ে আগামী জুন মাসের প্রথমার্ধে সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।