1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

আগামীকাল বুধবার শ্রীশ্রীকৃষ্ণজন্মাষ্টমী, জেনে নিন পূজোর শুভ সময় নির্ঘণ্ট


সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আগামীকাল। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন।

এবারের অষ্টমী তিথি ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার দিবাগত রাত্রি ৮টা ৪০ মিনিট ৪৫ সেকেন্ড গতে শুরু হবে। এই অষ্টমী তিথি ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার দিবাগত রাত্রি ৮ টা ৩৩ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত থাকিবে। তন্মধ্যে ৬ সেপ্টেম্বর বুধবার রুহিনী নক্ষত্র দিবা ৩ টা ১৯ মিনিট ৫০ সেকেন্ড গতে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবা ৩ টা ৪৭ মিনিট ৩৭ সেকেন্ড পর্যন্ত বিদ্যমান থাকিবে।
উক্ত অষ্টমী এবং রুহীনি নক্ষত্রের সমন্বয়ে ১৯ ভাদ্র ৬ সেপ্টেম্বর ২০২৩ দিবস বুধবার দিবাগত অর্ধরাত্রে ১১ টা ৪১ মিনিট ১৬ সেকেন্ড গতে রাত্রি ১২ টা ২৯ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রীকৃষ্ণদেবাবির্ভাব মোহরাত্রি পূজানুষ্টান(স্মার্তমতে) শ্রীশ্রীকৃষ্ণজন্মাষ্টমীব্রতম্।

পরাহে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবা ৩টা ৪৭ মিনিট ৩৭ সেকেন্ড গতে অর্থ্যাৎ তিথি ও নক্ষত্রের উভয় সমন্বয়ের মধ্যে রুহীনি নক্ষত্রের সমাপ্তের ফলে স্মার্তমতে শ্রীশ্রীকৃষ্ণজন্মাষ্টমীব্রতের পারণ।

তথ্যানুসংগ্রহে- শ্রী জিতেন্দ্র মোহন গোস্বামী’র অনুজ পুত্রং জয়ন্ত গোস্বামী। শ্রী শ্রী বিষ্ণুপদ আশ্রম, খোজন পুর (রশিদ পুর), দক্ষিণ সুরমা, সিলেট।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet