
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আয়োজনে সারাদেশ ব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ বাঙালি জীবনের একটি ঐতিহ্যবাহী দিন নতুন বছরের নতুন সাজে সেজে ওঠে বাঙাল জীবন। সে আনন্দঘন মুহুর্তটি কে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে,গতকাল ১৬-০৪-২০২১ ,শুক্রবার, রাত ৯ ঘটিকায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার মৃণাল কে. মধু এর আহব্বানে এক বিশেষ অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব: অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি: প্রদীপ কে. পাল। যুব বিষয়ক সম্পাদক: কিশোর কুমার বর্মন। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: সুব্রত বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিং জেলা হিন্দু মহাজোটের সভাপতি: শ্রী নিপেশ রঞ্জন সরকার ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের নবনির্বাচিত সভাপতি: প্রদীপ শংকর এবং অনুষ্ঠান সঞ্চালন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার মৃণাল কে. মধু।
বিভিন্ন জেলা ,উপজেলা যুব মহাজোট এর ২২৮ জন সদস্য এই সভায় উপস্থিত ছিলেন।রাত ৯ টায় শুরু হয়ে ১ টা পর্যন্ত চলে এই আলোচনা সভা।আলোচনা সভায় সারা দেশের যুব মহাজোট সদস্যদের সাথে নবগঠিত যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।