1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

মামুনুর রশীদ এর কবিতা “জীবন সংগ্রাম”


 নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি মামুনুর রশীদ এর লেখা কবিতা⤵️

জীবন সংগ্রাম
কলমেঃ- মামুনুর রশীদ
*****************
জীবনের এই নাট্য মঞ্চে আর করবো কত অভিনয়,
বড্ড বেশি ক্লান্ত আজ আমি কেউ দিলো না অভয়।

কত অজানা পথ দিলাম পাড়ি জীবন বাজি রেখে,
চলতে হবে আরো দীর্ঘ পথ জীবনের বাঁকে বাঁকে।

কত গোলাপের ভালবাসা পেলাম জীবন চলার পথে,
কখনো জীবন কাটে বিষন্নতায় গোলাপ কাঁটার আঘাতে।

জলতরঙ্গে তরীর সঙ্গে আমার জীবন গতি
আসে যত ঝড় মহা প্রলয় সব হয়ে রয় স্মৃতি।

কত উষ্ণতায় পুড়িয়ে নিজেকে করেছি বিবর্ণ,
চাতক পাখীর মত উড়ি লোকালয় হতে অরণ্য।

পথের শেষে পথের বাঁক আরো সুদীর্ঘ হয় পথ,
বিরামবিহীন ক্লান্ত তনু তবুও নিতে হয় শপথ।

জ্বালাতে হবে সংসার মশাল আমিই সংসার পতি,
দিবানিশিতে সংসার চেতনায় হৃদে জাগে অনুভূতি।

মুখেতে হাসি বুকেতে কান্না তবু্ও বাজায় সুখের বীণা,
জীবন সংগ্রামে প্রতি দমে দমে চাই স্রষ্টার করুণা।

জীবনের এই রণাঙ্গনে কবে গাইবো বিজয়ের গীতি ?
মৃত্যু দূতের সাক্ষাৎতে হবে বুঝি জীবন সংগ্রামের ইতি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet