শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সব অর্জনের পুরস্কারও আর্জেন্টিনার ঘরে গেছে। টুর্নামেন্ট সেরা হয়েছেন লিওনেল মেসি। সেরা গোলরক্ষক হয়ে গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। এ ছাড়া ফাইনালের স্কোরার আঞ্জেল ডি মারিয়া হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। ২১ মিনিটে ডি পলের চোখ ধাঁধানো পাসে দারুণ গোল করেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কার তার হাতেই গেছে।
২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জয়ী আর্জেন্টিনাসহ রানার্সআপ দলও পেয়েছে পুরস্কার। টুর্নামেন্ট সেরা হওয়ায় আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ কোটি টাকা। এ ছাড়া রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।
দুই ফাইনালিস্ট ছাড়াও তৃতীয় দল হিসেবে কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা। আর পেরু পেয়েছে ২১ কোটি টাকা।
পাশাপাশি কোয়ার্টার ফাইনাল থেকে বাদপড়া অন্য দলগুলো পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা করে।
এ ছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ব্রাজিল।