
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি অজিত রায় ভজন এর কবিতা⤵️
গুরুর ছবি
— অজিত রায় ভজন।
এই ছবিটা গুরুর ছবি
Salute করি তাইতো,
এমন স্বজন ভালোবেসে
শান্তি মনে পাইতো।
জলের স্রোতে গা ভাসায়ে
চলেন নাতো তিঁনি,
শুদ্ধ পথে আপন মনে
নিত্য চলেন যিঁনি।
এই ছবিটা তাঁরই ছবি
যে আলো তে চলেন,
নির্ভীক হয়ে অকপটে
সত্যটা যে বলেন।
ভালো থাকুন প্রিয় স্বজন
থাকুন আলো হয়ে,
এই সমাজের অসুরগুলো
ঠিকই যাবে ক্ষয়ে।
————————————