1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এসেছে রমজান-শহিদুল ইসলাম লিটন


পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটে প্রকাশিত কবি শহিদুল ইসলাম লিটনের লেখা কবিতা⤵️

এসেছে-রমজান
শহিদুল ইসলাম লিটন

এসেছে মাহে রমজান- খুলেছে প্রভু তাঁর রহমতের দ্বার
দু হাত তুলে ডাকি তোমায় হে প্রভু আমি যে গোনাহগার
শক্তি আমায় দাও হে প্রভু তুমি যে পাক পরওয়ার দিগার
তোমার কাছে সঞ্চিত রয়েছে প্রভু অফুরন্ত রহমতের ভান্ডার।

পাপের সাগরে ডুবে আমি পাপ যে করেছি কলসির গলায় গলায়।
পাপের কলসী উপুড় করে ফেলে দিয়ে পূণ্য যে আনতে চাই জীবনের খাতায়
গোনাহ্গার বান্দা আমি চেয়ে আছি তোমার পানে অনন্ত নেকী প্রাপ্তির প্রত্যাশায়
বেশি বেশি ইবাদত বন্দেগী করে আমার হৃদয় যে পাপ থেকে পরিত্রাণ চায়।

যত ভুল করিয়াছি প্রভু তবু আশা রাখি তুমি যে মোদের একমাত্র সহায়
তোমার দয়া ছাড়া বেঁচে থাকা এক মুহুর্ত সম্ভব নয় এই বসুন্ধরায়
তোমার রহমতের নদী থেকে বয়ে চলে সর্বদা যে রহমতের ধারা
পাপ-পূণ্য যেন বুঝে চলতে পারি মোরা সারা জীবন ভরা।

পবিত্র রমজানে জানি হে প্রভু বান্দার জন্য রয়েছে তোমার অশেষ দয়া
সু- পথে যেন চলতে পারি সারা জীবন রমজানের প্রকৃত শিক্ষা নিয়া।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet