1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আমিত্বের বোধের জলছবি, লিখেছেন-সেলিনা হোসেন


সাহিত্য ডেস্ক:: নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি সেলিনা হোসেন এর কবিতা⤵️

আমিত্বের বোধের জলছবি
সেলিনা হোসেন।

তোমাদের এই রঙচঙ শহরে আমি নিছক
একজন ছাপোষা প্রাণী।

যার নুন আনতে পান্তা ফুরোয়,
কাঁচা লংকার স্বাদের তীব্রতার দহনে পুড়ায়!!
কাঁচা পেঁয়াজের আহারে কোনো বাহার নেই।

ছোট দু’কামরায় একটি ঘরে আমি থাকি।
একখানা নড়বড়ে পড়ার টেবিল
আর একটি বুক শেলফ।

সাজিয়ে রাখা খ্যাতিমান লেখকের বই,
লোক দেখানোর জন্যে নয় !!

বলছি না আমি অনেক জেনে গিয়েছি!!
এতো বড় কি হতে পারবো আমি কোনোদিন??

তাই মা আমাকে নামকরা সব লেখকের
বই কিনে দিতো,
নিজের ঔষধের খরচ বাঁচিয়ে!!

যাতে আমি শিখতে পারি জীবন খাতার পরিধি,
ইঞ্চিইঞ্চি ব্যাসার্ধ মেপে জীবনের পথ চলি।

আখরগুলো মাঝে মাঝে সরে গিয়ে অন্য বর্ণে
ভিন্ন মাত্রা যোগ করে,
যা জীবনকে বেঁধে খানিক আলোকে!!

চাই বা না চাই –
সে কারোর ধার ধারে না!!
প্রাত্যহিক হিসাব সময়োপযোগী তাই
বয়ে নিয়ে চলা জীবন তরী।

প্রভাবশীলদের তেল মর্দন করে চলতে পারিনা,
মনের ক্যানভাসে অর্ধসমাপ্ত ছবির আদল আলো!!

রাতে ঘুমোতে যাবার আগে ভাবতে হয়,
আগামীকাল কি পরে বাইরে যাবো?

মা তিন মাস আগে একটা ৫৭০ সাবান কিনে দিয়েছিল,
সেটা দিয়ে জামা পরিষ্কার করি রোজ,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে উঠে ভাঁজ করে বালিশের নিচে রেখে আয়রনের কাজ চালাই।

মায়ের শিক্ষা বিফলে যায় না কোনোদিন।
তাই প্রতিদিন একই শার্ট-এ নতুন রূপে, নতুন সাজে।

আমি মানুষ একটাই অথচ আমাকে দিনে
পাঁচ-দশটা রোল প্লে করতে হয়!!

মেসে আমি খুব গরিব বোর্ডার,
কলেজের এক মধ্যবৃত্ত ছাত্র।
খাবারের দোকানে বেরসিক ভোজন বিলাসী!!
ভিক্ষুকদের কাছে দয়ার সাগর!
টিউশনিতে চায়ের পেয়ালায় ভদ্রলোক
ছাপোষা এক প্রাণী!!
যে মাথা তুলে দাঁড়ানোর এতোটা সাহস করে না।

সন্ধ্যার নীলাভ আভায় নিজেকে রাঙিয়ে বিভোর,
পূর্ণতার স্বপ্নে শূন্যতার খাতায় অবাধ বিচরণ!!
তবুও দিন শেষে আমি একজন খেটে খাওয়া ক্লান্ত, শান্ত হওয়া বিচক্ষণ এক মানুষ!!

এভাবেই ভালোবাসার সততায় ছায়াময়,
প্রভাতি সূর্যের আলোর রশ্মি জ্বল জ্বল করা,
এক সাদামনের নির্বাক পুরুষ।
নৈতিকতার স্বার্থে আপোষহীন মনোভাব ব্যক্ত করা পরিতৃপ্ত এক মানুষ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet