
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৫ অক্টোবর, ২০২০
নারী নির্যাতনে
বুঝি সজাগ রাষ্ট্র।
ধর্ষণে মা বোন
তবে কেন নষ্ট?
ধর্ষণ শেষে হয়
তদন্ত কমিটি।
শক্তির হাতে থাকে
সব চাবিকাঠি।
স্বপ্ন ছিল মোদের
সোনার বাংলা।
বিনিময়ে আজ শুধু
ধর্ষণ মামলা।
ধর্ষক পরিচয়
দেখি দৈনিক।
নরপশু সে নাকি
মুজিব সৈনিক!
দেখতো যদি আজ
জাতিরপিতা।
লজ্জায় লুকায়িত
নিজের মাথা।
>>>>><<<<<