
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১২ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) হেফাজতের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে রাজধানী ঢাকার জুরাইন থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাদের মধ্যে মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি।
সোমবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।
এছাড়াও গ্রেফতার হওয়া বাকিরা হলেন- সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২), সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২) ও সাধারণ সম্পাদক মাওলানা শাজাহান শিবলী (৪৩)।
নিউজপয়েন্ট সিলেট/আর