নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
পাল্লেকেলেতে প্রথম টেস্টের শেষ দিনে ১০৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় ম্যাচ হারা নিয়েই উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশী সমর্থকরা। হলোও তাই যথাক্রমে ব্যক্তিগত ১ এবং ০ রানেই প্যাভিলিয়নে ফিরে গেলেন দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।তবে সেখান থেকে দারুন অর্ধশতক হাঁকিয়ে দলকে ম্যাচে ফেরান তামিম। ২ উইকেট হারিয়ে ১০০ রান নিয়ে দ্বিতীয় সেশন করে বাংলাদেশ।
তামিম যখন ‘৫০’ করেন তখন দলের স্কোর ছিলো ‘৫২’। আর এতেই হয়ে গেলো বিশ্বরেকর্ড। গত ১৩১ বছরের ক্রিকেট ইতিহাসে দলের এতো কম স্কোরের মধ্যে ফিফটি হাঁকানো ব্যাটস ম্যান এখন তামিম ইকবালই। এর আগে ১৮৯০ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার লায়ন্স ইংল্যান্ডের বিপক্ষে দলীয় ‘৫৫’ রানে হাফ সেঞ্চুরি হাঁকান, এরপর আবার ২০১৪ সালে ক্রিস গেইলও নিউজিল্যান্ডের বিপক্ষে করেন একই রেকর্ড। তবে তামিমের টাই সবচেয়ে দ্রুত তম।