1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

বিজয়ের মাসে লক্ষণাবন্দ ইউনিয়নবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা-ক্বারী তোফায়েল আহমেদ


নিউজ পয়েন্ট ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, লক্ষণাবন্দ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ক্বারী তোফায়েল আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে।

তাই বিজয়ের এ মাসে আমরা একাত্তরের সেই অকুতভয় লড়াকু সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়,এ পতাকা এবং মানচিত্র।

১৯৭১ সনের ২৫ মার্চের কাল রাত্রি থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি তথা স্বাধীন র্সাবভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে।আজ এই মহান বিজয়ের দিনে আমি সশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ ও দুইলক্ষাধিক সম্রম হারানো মা-বোনকে।শ্রদ্ধা জানাচ্ছি অকুতোভয় মুক্তিযোদ্ধাদের।

তিনি, লক্ষণাবন্দ ইউনিয়নবাসী সহ দেশে-এবং বিদেশে অবস্থানরত সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet