নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
সাহিত্য ডেস্কঃ নববর্ষ উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি নীলাঞ্জনা শর্মা’র লেখা কবিতা-
শুভ নববর্ষ
কলমে – নীলাঞ্জনা শর্মা
তারিখ -১৪/০৪/২০২১ ইং
——–★★★★★★———
রজনী প্রয়াণ শেষে
নতুন সূর্য উদয়
নতুন আঙ্গিকে ভরিয়া লয়
তব আপন হৃদয়।।
আজি এলো নতুন দিনের
নতুন সুপ্রভাত
প্রীতিভরে এসো বরণ করি সকলে
হাতে রেখে হাত।।
হিংসা বিদ্বেষ ত্যাগ করে আজি
নতুন বরষে্
নতুন স্বপ্নে এসো বুক বাঁধি
শুভ নববর্ষে।।
দুঃখ কষ্ট তুচ্ছ করে
হউক না শুরু নতুন দিন
ধর্ম বর্ণ নির্বিশেষে
এসো উৎসবে আজ হই বিলীন।।
বন্ধু শত্রু যে যাই হও
সব ভুলে যাও আজিকার মতো
পুরনো বর্ষের সাথে সাথে না হয়
ক্ষমা কর পুরনো অপরাধ যত।।
পূণ্য জলে সিক্ত হউক ধরা
বয়ে আসুক আলোর স্পর্শ
প্রীতিভরে আজ জানিয়ে দিলাম
সবাইকে শুভ নববর্ষ।।