
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৬ মার্চ, ২০২১
বড়লেখা প্রতিনিধি,আব্দুল মুকিত : মৌলভীবাজারে বড়লেখায় ক্রিকেট একাডেমী বড়লেখার আয়োজনে জাকির হোসেন জুমন টি-টুয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট-২০২১ এর মেগা ফাইন্যাল খেলা ৬মার্চ পিসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বড়লেখা ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে, ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণভাগ ওয়ারিয়র্স ১৭ ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে ১০৮ রান তুলতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা মাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলেল অধিনায়ক হাছান আহমদ, ট‚র্নামেন্ট অব দ্যা সিরিজ নির্বাচিত হন ট‚র্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান রানার্সআপ দলের জাবেদ আহমদ। বড়লেখা ওয়ারির্য়সের হয়ে প্রতিদ্ধন্ধিতা করেন জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ইমরান তুষার।
খেলা শেষে বড়লেখা ক্রিকেট একাডেমীর সভাপতি হারুনুর রশিদ বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন ট‚র্নামেন্টের পৃষ্টপোষক বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন জুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, কাঠালতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লূৎফুর রহমান চুন্নু, উপজেলা যুবলীগ নেতা ফয়ছল আহমদ, ছাত্রলীগ নেতা ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ। খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক, কৌতুক পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় নাট্যকার বেলাল আহমদ মুরাদ ।