1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ছড়াকার শেখর আচার্য্য সম্পাদিত পকেট সংকলন ” হৃদয়ে ভালোবাসা” র প্রকাশনা অনুষ্টান অনুষ্টিত


স্টাফ রিপোর্টারঃ ইংরেজী বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) শেষ বিকেলের সাহিত্য আড্ডা ও ছড়াকার শেখর আচার্য্য সম্পাদিত পকেট সংকলন ” হৃদয়ে ভালোবাসা” র প্রকাশনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।

মাসিক বাসিয়া অফিসে ছড়াকার শেখর আচার্য্য সম্পাদিত পকেট সংকলন ” হৃদয়ে ভালোবাসা “র প্রকাশনা ও সৃজনশীর লেখক আড্ডা শেষ বিকেলের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।বাসিয়া প্রকাশনীর কর্নধার, মাসিক বাসিয়া সম্পাদক নওয়াব আলীর সভাপতিত্বে আহমদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হায়াতুল ইসলাম আখঞ্জী স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবন্ধকার সেলিম আউয়াল,জেলা পরিষদের সম্মানিত সদস্য মতিউর রহমান,ছাতক সমিতির সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন,সুনু মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব আবু বক্কর সিদ্দিক, এডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দীন,জেলা কৃষক লীগ নেতা শামীম কবির,সঙ্গীত শিল্পী ইমন কান্তি দাস, লেখিকা কানিজ আমেনা কুদ্দুস, শহীদ দীগেন্দ্র কুমার দাস স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা, ছড়াকার বিজন চন্দ্র দাস বিজয়,ছাত্রলীগ নেতা আল আমিন,আবু সুফিয়ান চৌধুরী,সুব্রত দাস, শেখর আচার্য্য প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet