নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি রাজন দেবনাথের লেখা কবিতা-
শিরোনাম :- চিরন্তন সত্য স্বাধীনতা
কলমে:- রাজন দেবনাথ
ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বাংলার সকল মুক্তি যোদ্ধাদের ছিলো একটিই কথা দেহের ভিতর
এক বিন্দু রক্ত থাকলেও নির্ভয়ে করবো যুদ্ধ চিনিয়ে আনবো নব আলোকিত রঙিন স্বাধীনতা।
স্বাধীনতার জন্য এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে নিঃস্বার্থে সামনের দিকে বীর বাঙালি রণ বেশে হলো অগ্রসর হায়নাদের কামানের আঘাতে অগণিত প্রাণ ভূমিতে লুটে দিয়েছে বিসর্জন।
নদীর জলে ভেসে ভেসে যাওয়া সারিবদ্ধ গলিত লাশের পাহাড় হতে বাতাসে শব্দ আসে জীবন দিয়েছি মোরা আসবো আবার ফিরে সোনার বাংলায় কতো স্বপ্ন স্মৃতি অনন্তকাল রবে ঘিরে।
আজো শুনি বাংলার মৃত্তিকার প্রতিটি ধূলির কণায় কণায় মিশে থাকা আত্মত্যাগী শহীদদের বুলেটের গুলিতে ক্ষতবিক্ষত বুকের তাজা রক্তের বজ্র কণ্ঠে অসহনীয় বিপ্লবী আর্তনাদের করুণ চিৎকার।
চিৎকার শুনে হৃদয়ে শিহরণ দিয়ে জেগে উঠে প্রতিবাদী অনুভূতি গুলো বিচলিত হয়ে নয়ন খোলে তাকিয়ে দেখে চারিপাশ নীলিমার বুকে
চন্দ্র সূর্য গ্রহ তারা-ও ছাড়ে কষ্টের নিঃশ্বাস।
স্বাধীনতার রক্তিম সূর্য চিনিয়ে আনা কি আর মুখের কথা? যাদের উপর চলেছিলো অমানবিক নির্মম অত্যাচার পাশবিক নির্যাতন দিয়েছে প্রাণ তাঁরাই জাতির সূর্য সন্তান চিরন্তন সত্য স্বাধীনতা।