
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি, সবুজ, শর্মাঃ-
কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে, কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২০) কালিবাড়ী মাঠে ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ শুরু হয়েছে।সকাল ১১ টায় টুর্নামেন্টের উদ্ভোধন করেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ।
উদ্ভোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আবুল হোসাইন।নির্ধারিত ১৬ ওভার শেষে কালিবাড়ীর সংগ্রহ ১৮০ রান।দলের পক্ষে মানিক মাহমুদ ৪৪ রান,জাকির হোসেন ৪১ রান,শাওন ২৬ রান,ফারুক ২৬ রান করেন।
ভোলাগঞ্জের পক্ষে মজফর ৩ উইকেট, হাফিজ ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৪৭ রানে ইনিংস শেষ করে ভোলাগঞ্জ উদয়ন সংঘ স্পোর্টিং ক্লাব।দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন নাজিম আহমেদ ৭১ রান।
কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব ৩৩ রানে জয়লাভ করে।দলের পক্ষে ২৬ রান এবং ২ উইকেট নিয়ে,ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন উদীয়মান খেলোয়াড় জাহিদুল ইসলাম শাওন।
উদ্ভোধনী ম্যাচে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন হাজী ইলিয়াছুর রহমান(বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ),আমিনুল ইসলাম(সদস্য-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ),আবিদুর রহমান(সাধারণ সম্পাদক-কোম্পানীগঞ্জ প্রেসক্লাব)ক্বাজী বিলাল আহমেদ(ম্যানাজার-দয়ার বাজার কৃষি ব্যাংক শাখা),রজন মিয়া(সভাপতি-কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব),ফারুকুজ্জামান রানা(সাধারণ সম্পাদক-কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব),আব্দুল আলীম(কোষাধ্যক্ষ-কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব),আশিক রহমান(সহ-সভাপতি-কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব),মাসুদ রানা(অধিনায়ক-ঢালারপাড় একতা ক্রিকেট দল),আব্দুস সাত্তার(সদস্য-কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব),ছমরু মিয়া(সদস্য-কালাইরাগ সূর্যদয় ক্লাব),এখলাছ রহলাম(অধিনায়ক-ভোলাগঞ্জ উদয়ন সংঘ), ফখর উদ্দীন(সভাপতি-কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি),আবুল হোসাইন শুভ(অধিনায়ক-কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব),রুহুল আমীন(সাবেক অধিনায়ক -উত্তর রাজনগর ভাই ভাই ক্রিকেট ক্লাব),রাজু আহমদ(সাবেক অধিনায়ক-কালাইরাগ সূর্যদয় ক্লাব)
উপস্থিত ছিলেন আল আমীন ভূইয়া, ইমরান আহমদ,আনিস রহমান,সাব্বির আহমেদ, জুবায়ের আহমেদ, আলী হোসেন,ফয়জুল হক সহ প্রমুখ।
ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান আব্বাস ও আনিস রহমান।