1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

আমার দেশ আমার গর্ব-মিটু রানী শর্মা


নিউজ পয়েন্ট ডেস্কঃ ভাষার মাস উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি মিটু রানী শর্মা’র লেখা কবিতাঃ-★আমার দেশ আমার গর্ব★
কলমে-মিটু রানী শর্মা✍️
—————————————————–✍️
আমার দেশ আমার গর্ব জন্মেছি যে আমি
দেশের মাটি খাঁটি যে ভাই সোনার চেয়ে দামী।

আমার দেশ আমার গর্ব রক্তে মাখামাখি
রফিক শফিক বরকত বলে কতো নামে ডাকি।

আমার দেশ আমার গর্ব জাতির পিতার ডাকে
নীল গগনে উড়ে পাখি বেড়ায় ঝাঁকে ঝাঁকে।

আমার দেশ আমার গর্ব প্রকৃতিরই রূপে
হাল ছাড়েনি বীর বাঙালি পড়ে ধ্বংসস্তুপে।

আমার দেশ আমার গর্ব লাল সবুজের রেখা
আমার দেশের পদ্মার ইলিশ যায় না কোথাও দেখা

আমার দেশ আমার গর্ব ক্ষেতে সোনার ফসল
সুস্বাদেতে ভরপুর জাতীয় কাঁঠাল ফল।

আমার দেশ আমার গর্ব মাঠে চাষির মেলা
হাডুডু হলো মোদের জাতীয় একটি খেলা।

আমার দেশ আমার গর্ব বিলের পাড়ে শাপলা
দোয়েল কোয়েল ফিঙে চড়ুই নানান পাখির মেলা।

আমার দেশ আমার গর্ব বাংলা গানের সেরা
চর্তুদিকে গাছ-গাছালি সবুজ ঘাসে ঘেরা।

আমার দেশ আমার গর্ব স্বাধীন দেশে আমি
মুক্ত মনে ঘুরে বেড়াই করে পাগলামি।

আমার দেশ আমার গর্ব বাংলা মুখের বুলি
দেশ মাতৃকা অটুট রেখে করি খোলাখুলি।

আমার দেশ আমার গর্ব মরি বাংলার বুকে
এই দেশেতে জন্ম নিয়ে আছি পরম সুখে।

আমার দেশ আমার গর্ব দেখলে জুড়ায় প্রাণ
বাঁশির সুরে মন কেড়ে নেয় ভাটিয়ালি গান।

আমার দেশ আমার গর্ব গাইবো বাংলার গান
শত বাধা আসলে তবে রাখবো দেশের মান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet