স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। ওই ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে হাত দিয়ে আঘাত করলে লাল কার্ড পান মেসি।

খেলোয়াড়সুলভ আচরণ না করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসিকে। বার্সেলোনার ১৭ বছরের ক্যারিয়ারে এটি ছিল প্রথম লাল কার্ড। ফুটবল ক্যারিয়ারে মোট তিনটি লাল কার্ড দেখেছেন তিনি। বাকি দুটি জাতীয় দলের জার্সিতে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জানুয়ারি কোপা ডেল রের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন মেসি। কোয়ার্টার ফাইনালে ওঠার ওই ম্যাচে বার্সার প্রতিপক্ষ রায়ো ভায়োকানা। যারা কিনা কাল রাতে লা লিগায় লেভান্তের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।