নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৬ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভারত ও আফগানিস্তানকে হারাতে চান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তিনি বলেন, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা একই মানের। ভারতের সঙ্গে সবশেষ ম্যাচে কী ফল (ভারতের বিপক্ষে কলকাতায় ১-১ গোলে ড্র) হয়েছে তা সবাই দেখেছে। আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেও গোল মিসের জন্য আমরা জিততে পারিনি। আমি এখনো মনে করি, পরবর্তী ম্যাচে এই দুই দলকে হারানো সম্ভব।
আগামী ৩, ৭ ও ১৫ জুন কাতারের দোহায় ভারত, আফগানিস্তান আর ওমানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
২১ বা ২২ মে কাতারে যাওয়ার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের। কাতারে পৌঁছে করোনা টেস্টে নেগেটিভ হলেই খেলার ছাড়পত্র মিলবে।
বিশ্বকাপ বাছাই পর্বের এই তিন ম্যাচকে সামনে রেখেই ১০ মে থেকে জাতীয় দলের ক্যাম্পও শুরু হয়েছিল। ঈদের ছুটির পর আজ থেকে আবারও ঢাকার একটি হোটেলে খেলোয়াড়দের রেখে শুরু হচ্ছে ক্যাম্প।