নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
কর্মনৈপূন্য, কর্তব্যনিষ্ঠা ও কলেজের উন্নয়নে অবদানের জন্য সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো: এনামুল হক চৌধুরী সোহেলকে ‘গুড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ‘ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এ ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ মো: আবিদুর রহমান।তিনি বলেন, ‘এবছর থেকে আমরা অ্যাওয়ার্ডটি চালু করেছি। ভবিষ্যতেও ভালো কাজের ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া অব্যাহত থাকবে।’উল্লেখ্য মো: এনামুল হক চৌধুরী সোহেল কলেজে যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।