1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নবীগঞ্জে দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতির দাবি


হবিগঞ্জের নবীগঞ্জে সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।

শুক্রবার (৬ অক্টোবর ) সকাল সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ শহরের উসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের প্রথম দোকান মা ক্লথ স্টোর নামক একটি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেব এর বড় ছেলে পলাশ দেব জানান, এই দুর্ঘটনায় তার দোকানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পলাশ দেব ও স্থানীয়রা।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মুহিত আহমদ বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি স্থানীয় লোকজনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet