নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রতি বছরের মতো এবারও জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২৭ সেপ্টেম্বর আয়োজন করা হয় ৬ষ্ঠ আন্ত: হাউস বিজ্ঞান মেলা-২০২৩।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে দুপুর ১২টায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়িফ আল সোয়াদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও জেসিইএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ এএফডাব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও সিও ২৭ বীর লে.কর্নেল এস এম আরিফ মাহমুদ, সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নূর উদ্দিন আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহাদাত হোসাইন এবং মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিরিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান নওশাদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজ্ঞান চর্চার গুরুত্ব তোলে ধরেন, ‘প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবং পরিবর্তনশীল এই বিশে^র সাথে তাল মিলিয়ে বিজ্ঞান চর্চার প্রতি শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হওয়ার কথা বলেন। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের নিউটন ও আইনস্টাইনের মতো বিজ্ঞানী হয়ে উঠবে।’
তিনি প্রতিষ্ঠানের সারা বছরের সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং যেসকল শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে তাদের ধন্যবাদ জানান এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশুনার গুরুত্ব ও মনোযোগ আরো বাড়িয়ে তোলে। প্রত্যেকে তাদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর সুযোগ পায়। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বর্তমান বিশে^র বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন আবিষ্কারে উদ্বুদ্ধ করবে।’ তিনি আরো উল্লেখ করেন, জেসিইএসসির শিক্ষার্থীরা জেলা, উপজেলা, বিভাগীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা ৭২টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন। প্রথমে মেলা পরিদর্শন করেন সম্মানীত প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বিচারকমন্ডলী শিক্ষার্থীদের প্রজেক্ট উপস্থাপন ও বর্ণনা শুনে বিচার কার্য পরিচালনা করেন। প্রজেক্ট উপস্থাপনকারী ৩টি হাউজের শিক্ষার্থীরা এ, বি ও সি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরও মেলা পরিদর্শনের সুযোগ ছিল। তাদের উপস্থিতিতে মেলা হয়ে উঠে আরো আনন্দঘন ও উৎসবমুখর। তারা অত্যন্ত কৌতুহল নিয়ে মেলা ঘুরে দেখেন। বিজ্ঞানের প্রতি আগ্রহ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্য। দিনভর ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণা এই মেলা আয়োজনের উদ্দেশ্যকে সফল করেছে। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সহকারী শিক্ষক মো: হারুন-উর-রশিদ এবং উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সাহেদ আহমদ।