নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় উপ-ধর্ম সম্পাদক পদে নিযুক্ত হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ক্বারি মোঃ তোফায়েল আহমদ।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহীদ উল্যা স্বাক্ষরিত সম্প্রতি এক বিবৃতিতে তিনি এ পদে নিযুক্ত হোন।
সংগঠনের কেন্দ্রীয় এক সভায় যোগদান শেষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তিনি সিলেট এম.এ.জি ওসমানী এয়ারপোর্টে পৌঁছলে তাকে এক সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ মো: আনোয়ার আলী, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালিক, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, লক্ষণাবন্দ ইউ.পি’র ১নং ওয়ার্ড আ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুৃবুর রহমান রাজু, ফাহাদ আহমদ, মুনতাসির আহমদ প্রমুখ।