নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
নিউজ পয়েন্ট সিলেট ডেস্ক:: সিলেটের ওসমানীনগর থেকে সোমবার (৯ জুলাই) দুপুর আনূমানিক ১২টার পর থেকে চয়ন দেব নাথ (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
তিনি ওসমানীনগর থানার দয়ামির ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের শিতেস দেব নাথের দ্বিতীয় ছেলে। বেশ কিছু দিন ধরে সে মানসিক রোগে ভূগছিল। তার পরণে ছিল আকাশি রংয়ের টি গ্যাঞ্জি ও একটি টাওজার। তার উচ্চতা প্রায় ৫ ফুট সাড়ে ৫ ইঞ্চি। গায়ের রং-উজ্বল শ্যামলা। যদি কোন হ্নদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়। ঠিকানা- গ্রাম নিজ কুরুয়া (শোয়ারগাঁও), থানা-ওসমানীনগর, জেলা-সিলেট। মোবাইল নং-(০১৭২৬-৭৮৫৬১৫/০১৭৮৫-০৮১২৫৯)