
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১২ মার্চ, ২০২৩
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে- বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)কেন্দ্র ঘোষিত কর্মসূচির আগামী ১৩ মার্চ, সোমবার সকাল ১১টায় সারাদেশে জেলা সদরে এবং কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক /বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরবর স্মারকলিপি প্রদান। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমদ,স্বাক্ষরিত কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আগামী ১৪ মার্চ, মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘন্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ। এবং আগামী ২০ মার্চ,সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক- কর্মচারীদের মহাসমাবেশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার কর্মসূচি আগামী ১৩ মার্চ, সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন এবং দুপুর ১২.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামন হতে মিছিল সহকারে জেলা প্রশাসক সিলেট এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান। ১৪ মার্চ,মঙ্গলবার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ঘন্টার কর্মবিরতি। একই সাথে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ। ১৪ মার্চ,মঙ্গলবার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকায় মহাসমাবেশে যোগদানকারী শিক্ষকদের তালিকা প্রদান ও আগামী ২০ মার্চ, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগদান। সহ কর্মসূচি পালন করা হবে।