1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

একেই বলে ভাগ্যে থাকলে কি না হয়! ১৫৭টি ক্ষুদ্র মাছ ধরেই কোটিপতি হলেন জেলে!


ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের পাশেই অবস্থিত পালঘরের এক জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে যান। গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি তার জালে ধরা পড়ে ১৫৭টি ঘোল মাছ। এতেই বদলে গেলো ওই জেলের জীবন।

মাছগুলো এক কোটি ৩৩ লাখ টাকায় (ভারতীয় রূপি) বিক্রি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

 

গত ২৮ আগস্ট সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন চন্দ্রকান্ত তারে নামে ওই জেলে। ৮ জন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে যান তিনি। সেই যাত্রাতেই তাদের জালে ধরা পড়ে দুর্মূল্য ঘোল মাছ। তার পর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই সেগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা আকাশ্চুম্বী দামে কিনে নেয় মাছগুলো।

 

মূলত ‘সি গোল্ড’ নামে পরিচিত ঘোল মাছ। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন সামগ্রী তৈরির কাজে ব্যবহৃত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতো-সহ বিভিন্ন জিনিস তৈরিতে এই মাছ ব্যবহার করা হয়।

 

হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে ঘোল মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য সংখ্যায় অনেক কমেছে ঘোল মাছ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet