
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৫ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লায় জমিজমা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লাহ আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাসজমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার খাসজমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন আহত হন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা/৭০