1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৮ জুন, ২০২১

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সিলেট-৩ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড. নিজাম উদ্দিন


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ  সিলেট-৩ ( দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ ) আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এডভোকেট নিজাম উদ্দিন পি.পি।

মঙ্গলবার (৮ জুন) সকালে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় তিনি দলের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধির জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী কাউকে সাথে নিতে না পারায় দুঃখপ্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
সকল ইচ্ছা আকাংখা মহান রাব্বুল আলামীন এর দরবারে সমর্পণ করেছি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রধান এর ক্ষেত্রে যাকে তিনি বিবেচনা করবেন সেই সিদ্ধান্তই আমার কাছে চুড়ান্ত এবং যৌক্তিক বলে বিবেচিত হবে।
তিনি আপামর জনতার নিকট দোয়া কামনা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet