নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ ৭ দাবিতে বৃহস্পতিবার নগরীর আম্বরখানা-সুবিদবাজার সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম।
এদিকে মিছিল শেষে নগরীর রাজারগলি এলাকা থেকে শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক সুমন চৌধুরী।
আটক ৩ জন হচ্ছেন- আলমগীর হোসেন, রেজউল কিবরিয়া ও তালহা বিন আলমগীর।
বিক্ষোভ মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি), জেলা পশ্চিম, জেলা পূর্ব, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।