1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

হাসপাতালে মৃত্যুবরণ করলেন উগ্রবাদীদের আক্রমণের স্বীকার হওয়া রাণী বালা নাথ


বিশেষ প্রতিনিধি: গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সমগ্র দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের অসংখ্য বাড়িঘর ও মন্দিরের ওপর ক্রমাগত হামলা হয়।
এ থেকে রক্ষা পায়নি সিলেটস্থ দক্ষিণ সুরমা উপজেলার খোজন পুর গ্রামের ঐতিহ্যবাহী লক্ষ্ণী নারায়ণ মন্দির ও হিন্দু সংখ্যালঘু পরিবার।
৮ আগস্ট বৃহস্পতিবার সকালে ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা ঐদিন আক্রান্তের স্বীকার হয় লক্ষ্মী নারায়ণ মন্দির ও সংখ্যালঘু পরিবারের সদস্যরা।
উগ্রবাদীদের আক্রমণে সেদিন মুমূর্ষু অবস্থায় মন্দিরের পূজারি রাণী বালা নাথ কে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
টানা ছয়দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৪ আগস্ট মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাহার শেষকৃত্য নিজ বাড়িতে সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি সন্তানাদি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে রান।
স্থানীয়সূত্রে জানা যায়,ঐ পরিবারে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর দুজন আজীবন সদস্য যথাক্রমে মন্টু কুমার নাথ ও মিন্টু কুমার দেব নাথ যারা প্রয়াত রাণী বালা নাথের ছেলে।
এতে উগ্ররবাদীরা ক্ষিপ্ত হয়ে এবং সরকার পতনে সারা দেশের মত ছাত্র-জনতার বিজয় উল্লাস থেকে ভাংচুর,অগ্নিসংযোগ,হামলার পাশাপাশি ঐ মন্দির ও পরিবার উগ্রবাদীদের আক্রমণের স্বীকার হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet