নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি: জেলার চুনারুঘাট থানার এএসআই( নি:) সুবীর চন্দ্র দেব আইন শৃংঙ্গলা রক্ষা ও অপরাধ দমনে অবদান রাখায় জেলার শ্রেষ্ট এএসআই( নি:) মনোনিত হলেন। ৬ জুলাই হবিগঞ্জ পুলিশ সুপার অফিস থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি চুনারুঘাট থানার এএসআই সুবির চন্দ্র দেব এএসআই( নি:)কে সম্মাননা পত্র তার হাতে তুলে দেন।