1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ জুলাই, ২০২১

“স্বপ্নের” নাম ভাঙিয়ে প্রতারণা!


সম্প্রতি স্বপ্ন তাদের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে গ্রহীতাদের জানায়, কিছু অসাধু চক্র স্বপ্নের নাম ভাঙিয়ে ভুয়া অফার, ডিসকাউন্ট এবং লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের প্রতারণার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুপার শপটি তাদের গ্রাহকদের সাবধান হওয়ার জন্য আহ্বান জানায়।
এভাবেই অনলাইনে লোভনীয় অফার দিয়ে প্রতারণা করছে প্রতারকরা
এভাবেই অনলাইনে লোভনীয় অফার দিয়ে প্রতারণা করছে প্রতারকরা

ফেসবুক পোস্টে সুপার শপটি জানায়, ‘স্বপ্ন সুপারশপ কিংবা Shwapno.com –এ ‘Shwapno 15th Anniversary’ নামে কোনো ফ্রি শপিং অফার কিংবা গিফট কার্ডের প্রমোশন চলছে না!’

তারা আরও জানায়, ‘বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর নাম ভাঙিয়ে কিছু অসাধু-চক্র নকল শপিং অফার/কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এ ধরনের ভুয়া অফারের সাথে ‘স্বপ্ন’ এর কোনো সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নিতে পারবে না।’
স্বপ্ন সম্পর্কিত সঠিক অফার/প্রমোশন জানতে তাদের নিজস্ব ফেইসবুক পেইজ https://www.facebook.com/Shwapno.ACILL/ কিংবা ওয়েবসাইট WWW.SHWAPNO.COM কে অনুসরণ করতে ক্রেতা সাধারণকে অনুরোধ করেছে সুপার শপটি।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet