1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জ দিরাইয়ে ‘রামকানাই দাশ স্মৃতি পরিষদ’ গঠন করা হয়েছে


 

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জ দিরাইয়ে ‘রামকানাই দাশ স্মৃতি পরিষদ’ গঠন করা হয়েছে।
বাংলাদেশের শাস্ত্রীয় ও লোক সংগীতের অন্যতম ব্যক্তিত্ব শিল্পী ও পন্ডিত রামকানাই দাশের স্মরণে দিরাই উপজেলায়। দিরাই
উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফিজুর রহমান তালুকদারকে সভাপতি, ও সংগীত প্রশিক্ষক অমিয় রায় অশোককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরিষদ গঠনের লক্ষে শুক্রবার (২এপ্রিল) দিরাই শিল্পকলা একাডেমীতে দিরাই সরকারি কলেজের প্রভাষক অঞ্জন দাসের,সভাপতিত্বে, সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন সম্পন্ন হয়। কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিষ্ণুপদ দাস, নারায়ন দাস, সুজাত আহমদ চৌধুরী, ব্রজগোপাল দাস, দীপালী দে, যুগ্ম সাধারণ সম্পাদক- জয়ন্ত কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে সানি রায় ও নমিতা রায়। সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক- অনুপম দাস, হিরালাল বর্মন, শান্তুনু সিংহ, অর্থ সম্পাদক- প্রতিভা রানী দাস, সহ অর্থ সম্পাদক- বকুল বণিক, দপ্তর সম্পাদক শুভ্র কান্তি দাস, সহ- দপ্তর সম্পাদক- রূপক দাস, সাংস্কৃতিক সম্পাদক রমা পাল, সহ- সাংস্কৃতিক সম্পাদক- মনি রায় তালুকদার, বন্যা রায়। প্রকাশনা সম্পাদক- প্রদীপ দে, সহ- প্রকাশনা সম্পদাক- মিজানুর রহমান, প্রচার সম্পাদক- অরন্য কিরণ, সহ প্রচার সম্পাদক- রঞ্জু সূত্রধর। সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন, বিকাশ রঞ্জন দাশ, মৃনাল নন্দী, নিবেদীতা রায়, কাজল বণিক, মিটন কুমার তালুকদার, বিপ্লব বর্মন, সুবীর দেব শাওন, হরিধন দাস, সজিত মিয়া, হিরন মিয়া, ভানুমতি দিপ্তী, ডেইজী দাস জুই, জলি রানী দাস, দ্বিপক দাস প্রমুখ। এছাড়াও দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন পন্ডিত রামকানাই দাশের বোন একুশে পদকপ্রাপ্ত লোক সংগীত শিল্পী সুষমা দাশ, ডা. জিয়া উদ্দিন, ডা. রাহাত চৌধুরী, রামকানাই দাশের কন্যা কাবেরী দাশ, সিবগাত চৌধুরী, রঞ্জন কুমার রায়, মিহির রঞ্জন দাস, আব্দুল কাইয়ুম, প্রভাষক অঞ্জন দাস, রুনু রঞ্জন ভৌমিক। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ আগামী দুইবছর কার্যকর থাকবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet