1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ জুলাই, ২০২১

সিলেট-৩ উপনির্বাচনঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে শফি’কে স্থায়ীভাবে বহিষ্কার


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফি খানকে বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলের সব ধরনের কর্মকান্ড থেকে অব্যাহত পূর্বক বহিস্কার করা হয়।
সিলেট জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রোববার (২৫ জুলাই) সিলেট জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা ফখরুল ইসলাম রুমেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বিএনপি প্রত্যাখান করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ উপ-নির্বাচনে সাবেক এমপি শফি আহমদ চৌধুরীকে ইতিমধ্যে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। এমতাবস্থায় বহিস্কৃত এই প্রার্থীর পক্ষে প্রচারণায় নিজেকে সম্পৃক্ত করায় দলীয় শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য। যে কারণে দক্ষিণ সুরমা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক শফি খানকে ইতিপূর্বে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় শোকজ নোটিশ করা হয়। নোটিশের জবাবে শফি খান এহেন কার্যকলাপে আর তা সম্পৃক্ততা থাকবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দেন।

কিন্তু দেখা গেছে শফি খান ঐ প্রার্থীর বিভিন্ন নির্বাচনী প্রচারণায় এখনও নিজেকে নিয়োজিত রেখেছেন, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি।
এমতাবস্থায় জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদের অনুমতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে শফি খানকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet