নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এক সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে যেকোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী সর্বদা প্রস্তুত ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো অপশক্তি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহানগর যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যদি কোনও ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। নেতৃবৃন্দ মহানগর যুবলীগের সকল কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শুরুতে ১৫ই আগস্ট স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।