1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৫ মে, ২০২১

সিলেটে প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘ইমরান আহমদ’ কে নিয়ে কুটুক্তি- যুবক গ্রেফতার


নিউজ পয়েন্ট সিলেট- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে রাশেদ আলম রাজ্জাক (৩৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

 

রাজ্জাক গোয়াইনঘাট থানাধীন লাখেপাড় এলাকার ছৈলাখেল ৮ম খণ্ড গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টের নিচে রাজ্জাক অশ্লীল ভাষায় মন্তব্য করেন। এছাড়া উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে বাজে মন্তব্য করেন রাজ্জাক।

 

গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় রাজ্জাককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে বর্তমানে থানা হাজতে রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

নিউজ পয়েন্ট সিলেট/ এস শর্মা

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet