নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক:: মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে সিলেটস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্টান অনুষ্টিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশান রাখী রানী দাস, অতিরিক্ত উপ পুলিশ কমিশান মো: এহসান উদ্দিন চৌধুরী পিপিএম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি।
আরোও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: সালেহ আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বনী অর্জ্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।