1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

সিলেটে কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব সংবর্ধিত


বিশেষ প্রতিনিধি::  কবি আব্দুছ ছালাম চৌধুরী প্রতিষ্ঠিত শ্যামল সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুনিবার (১৫ এপ্রিল) বিকেলে সিলেট শহরের অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের পৃষ্টপোষকতা করেন কবি আব্দুছ ছালাম চৌধুরী। সভাপতিত্ব করেন শ্যামল সিলেট সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি আবুল খায়ের চৌধুরী।

কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেক এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এম এ আলী জালালাবাদী।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি শাহ আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরেণ্য কবি শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন আমজনতার কবি মোস্তাফিজুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলা সাহিত্য ফোরাম ইউ.কে’র প্রতিষ্ঠাতা সসভাপতি কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী , বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল , অধ্যাপক সিরাজুল হক, কবি মাসুদা সিদ্দিকা রুহী।সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক খন্দকার রীমা আহমেদ , এম এ আলী জালালাবাদী। উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমন জিলু, সাংবাদিক নুরুল ইসলাম , সাংবাদিক সুহেল আহমদ , ব্যাংকার কবিরুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মোশাররফ হোসেন , কবি শহীদুল ইসলাম লিটন, জয়ন্ত গোস্বামী , ডা. ফজলে হাসান চৌধুরী , কবি দুলাল হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তাগণ শ্যামল সিলেট সাহিত্য পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আজকের এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet