
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১২ জুলাই, ২০২১
ধর্ষণের অভিযোগে সিলেট শহরতলীর আখালিয়া নতুন বাজার এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম ইলিয়াস (২৫)। সে আখালিয়া নতুন বাজার এলাকার জয়নাল মিয়ার ছেলে।
সোমবার তাকে জালালাবাদ থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে আসামী জাহিদুল ইসলাম ইলিয়াস জালালাবাদ থানার জনৈক এক তরুণীকে তার বাসার ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে ভিকটিমের পিতা মামলার এজহারে উল্লেখ করেন।
এ ঘটনায় ভিকটিমের পিতা আজ সোমবার জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তাং-১২/০৭/২০২১। মামলার পরিপ্রেক্ষিতে ওই দিন আসামী জাহিদুল ইসলাম ইলিয়াসকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
আসামীকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে ঘটনার পর তরুণীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়।